পূবালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনা-নেয়ার সেবা চালু

Passenger Voice    |    ১২:৪৭ পিএম, ২০২৪-০২-২৭


পূবালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনা-নেয়ার সেবা চালু

পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে বিকাশের দ্বিমুখী লেনদেন সেবা চালু হয়েছে। ফলে ব্যাংকটির গ্রাহক এখন তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাপ দিয়ে তাদের অ্যাকাউন্টে খরচ ছাড়াই ‘অ্যাড মানি’ বা টাকা আনতে পারছেন। পাশাপাশি গ্রাহক বিকাশ থেকে পূবালী ব্যাংকে তার নিজের অ্যাকাউন্টে বা অন্য অ্যাকাউন্টেও তাৎক্ষণিক টাকা আনতে বা পাঠাতে পারছেন।

পূবালী ব্যাংকের রয়েছে দেশজুড়ে ৫০৪টি শাখা, ১৯০টি উপশাখা, ১৯টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ও ৬৯ লক্ষাধিক গ্রাহক। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে পূবালী ব্যাংক যুক্ত হওয়ায় এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৫টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ১৬টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরো বিস্তৃত হলো।

প্যা/ভ/ম